যা আশঙ্কা করা হয়েছিল, তাই হল। ইয়েস ব্যাঙ্ক থেকে আর ৫০ হাজারের বেশি টাকা তোলা যাবেনা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরামর্শ মত ইয়েস ব্যাঙ্কের সমস্ত কাজ কর্মের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রক। আগামী অন্তত এক মাস অব্দি এই নিয়ম কার্জকর থাকবে বলে জানা যাচ্ছে। এই নিষেধাজ্ঞার ফলে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অব্দি তুলতে পারবেন। তার বেশি টাকা তোলার অধিকার কোনও গ্রাহকের থাকবে না ইয়েস ব্যাঙ্ক থেকে।
সূত্রের খবর, তীব্র সঙ্কটে চলা এই ব্যাঙ্ককে ১২,০০০ কোটি টাকা থেকে ১৪,০০০ কোটি টাকা মূলধন জোগানোর জন্য
এসবিআই-এর নেতৃত্বে ব্যাঙ্কগুলির একটি কন্সোর্টিয়াম গড়ার প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রীয় সরকার এই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখছে। আরবিআই-এর খসড়া প্রস্তাব অনুসারে ইয়েস ব্যাঙ্ককে রক্ষা করার জন্য মোট ৬টি ব্যাঙ্কের কনসোর্টিয়াম তৈরির কথা বলা হয়েছে। সেগুলিকে যুক্তিকরণের কেন্দ্রে থাকবে এসবিআই। আইসিআইসিআই, এইচডিএফসি, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক,
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এবং আক্সিস ব্যাঙ্কের মত বেসরকারি ব্যাঙ্ককে এই কন্সোর্টিয়ামে থাকা ব্যাঙ্কগুলির মধ্যে ভাবা হচ্ছে। এই মর্মে বৃহস্পতিবার সন্ধ্যায় একগুচ্ছ পদক্ষেপের কথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।