
করোনা আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছেন, তাঁর কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরে স্বাভাবিক কারণে উদ্বেগে রয়েছেন সকলেই। গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা সবাইকে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। আর করোনা পরীক্ষাও করিয়ে নিতে অনুরোধ করেছেন।
প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন নানা রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় রেল মন্ত্রী পীযূষ গয়াল। তিনি লিখেছেন, প্রণব মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করি। কংগ্রেস দলের পক্ষ থেকেও তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। কর্ণাটকের কংগ্রেস নেতা ডিকে শিবকুমার প্রণব মুখোপাধ্যায়ের আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন। কংগ্রেস নেতা অভিষের মনু সিংভি লিখেছেন, প্রণব মুখোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার খবর যথেষ্ট উদ্বেগের। তিনি এই বয়সেও যথেষ্ট সক্রিয় ছিলেন, রোজ হাঁটতেন। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।
সোমবার ট্যুইট করে প্রণব জানান, ‘অন্য একটি চিকিত্সার জন্য হাসপাতালে গিয়ে আজ আমার কোভিড ১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। গত সপ্তাহে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের কাছে অনুরোধ করছি যেন তাঁরা নিজেদের আইসোলেশনে রাখেন এবং কোভিড ১৯ পরীক্ষা করিয়ে নেন।’