
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সমস্ত মেল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেইসঙ্গে এখনকার মতোই চলাচল করবে না লোকাল এবং মেট্রো। ভারতীয় রেলের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে লোকাল, দূরপাল্লা, মেট্রো সহ যাবতীয় ট্রেন৷ কিন্তু গোটা খবরটাই ভুয়ো বলে জানিয়েছে রেল বোর্ড। এরকম কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি রেলের তরফে।
ইতিমধ্যে কিছু ট্রেনের রুটে একাধিক গুরুত্বপূর্ণ বদলের সিদ্ধান্ত নিয়েছে রেল৷ কয়েক হাজার স্টপেজ অলাভজনক চিহ্নিত করে তুলে দেওয়া হচ্ছে৷ তবে বর্তমানে যে স্পেশাল ট্রেনগুলি চলাচল করছে সেগুলি নির্ধারিত সূচি অনুযায়ী চলাচল করবে বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। এছাড়াও সেপ্টেম্বর অব্দি খুলবেনা কোনও শিক্ষা প্রতিষ্ঠান বলেও জানানো হয়েছে।