
করোনার প্রতিষেধক বাজারে আনতে কোনওরকম তাড়াহুড়ো করা হবেনা বলে জানিয়ে দিলেন ভারত বায়োটেকের চেয়াম্যান কৃষ্ণা এল্লা৷ প্রতিষেধকটি যাতে সবদিক দিয়ে নিরাপদ হয়, তা নিশ্চিত করাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। কোভ্যাক্সিন তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ করতে নির্দিষ্ট সব নিয়ম মানা হবে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান৷ কৃষ্ণা এল্লা জানিয়েছেন, ক্লিনিক্যাল রিসার্চের ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ডগুলি মেনে চলা হচ্ছে৷ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং এজেন্সি ভ্যাকসিনের অগ্রগতির দিকে নজর রাখছে৷ কাজেই আগে থেকে তারিখ নির্দিষ্ট করে দেওয়া সম্ভব নয় কবে এই ভ্যাকসিন পাওয়া যাবে। ভারত বায়োটেকের এমডি এবং চেয়ারম্যান কৃষ্ণা এল্লা বলেন, ‘আমাদের উপরে দ্রুত ভ্যাকসিন বাজারে নিয়ে আসার জন্য প্রচণ্ড চাপ রয়েছে৷ কিন্তু ভ্যাকসিনটি যাতে নিরাপদ হয় এবং সেটির গুণমান নিশ্চিত করাকেই আমরা সবথেকে বেশি অগ্রাধিকার দিচ্ছি৷ ভুল ভ্যাকসিন দিয়ে আরও বেশি সংখ্যক মানুষকে আমরা মারতে চাই না৷’ ভারত বায়োটেকের চেয়ারম্যানের কথায়, ‘এটা সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে রয়েছে৷ আমরা করোনা ভাইরাসের সেরা ভ্যাকসিনটি তৈরি করতে চাই৷ গবেষণার ক্ষেত্রে আমরা কোনওরকম আপোস করছি না৷ সেরা ভ্যাকসিনটিই আমরা তৈরি করব৷’