
এ বছর স্বাধীনতা দিবসের উদ্যাপনে পুলিশ ও সশস্ত্র বাহিনীর জন্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। স্বাধীনতা দিবস উদ্যাপনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ অন্যান্য VIP রা উপস্থিত থাকবেন বলেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দিল্লি পুলিশের যে ৩৫০ জন কর্মী কুচকাওয়াজে অংশ নিচ্ছেন, তাঁদের দিল্লি ক্যান্টনমেন্টের নতুন পুলিশ কলোনিতে রাখা হয়েছে। অতিমারীর সঙ্গে যখন লড়াই চলছে দেশজুড়ে তখন স্বাধীনতা উদ্যাপনের অনুষ্ঠানে কোনও রকম ঝুঁকি নিতে রাজি না কর্তৃপক্ষ। খুব কম সংখ্যক লোকই উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। লালকেল্লায় সেনাবাহিনী, নৌসেনা, বায়ু সেনা ও দিল্লি পুলিশের সব আধিকারিকদের জন্য নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। তাঁদের শুধুমাত্র মহড়া সেরেই বাড়ি ফিরতে বলা হয়েছে। এছাড়াও বিশেষ সূত্রে খবর, তাঁদের পরিচারক, রাঁধুনি ও চালকদের কোয়ারানটিনে থাকতে বলা হয়েছে।