
হেয়ার স্ট্রিট থানা এলাকার পোলক স্ট্রিটের একটি বহুতলে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২০টি ইঞ্জিন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই বহুতলের একটি ফ্লোর থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখা গেছে। আগুনের শিখাও স্পষ্ট। ওই বহুতলের একেবারে গায়ে লেগে রয়েছে আরও একাধিক অফিস, বাড়ি। ওই বহুতলের পাঁচতলার ছাদে আটকে পড়েছিলেন এক ব্যক্তি। তাঁকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। বাড়িটির দোতলা এবং তিনতলাতেও বেশ কয়েক জন আটকে পড়েছিলেন, তাঁদেরও উদ্ধার করেছেন দমকলকর্মীরা। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরাও ঘটনাস্থলে পৌঁছন। হাইড্রলিক ল্যাডার নিয়ে এসে জল স্প্রে করা হয়। তবে কী ভাবে বা কোথা থেকে আগুন লাগল, তা এখনও বোঝা যায়নি। সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ব্রেবোর্ন রোডে।