
সোমবার আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল নিজেই জানিয়েছেন আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল আয়োজন করার ব্যাপারে কেন্দ্রীয় সরকার থেকে লিখিত কাগজপত্র পেয়ে গেল বিসিসিআই। সরকার থেকে সব রকম লিখিত অনুমতি পাওয়ার দিনেই আইপিএলের জন্য নতুন স্পনসর চেয়ে বিড ওপেন করল বোর্ড। ১৮ অগাস্ট আইপিএলের নতুন স্পনসরের নাম ঘোষণা হবে। ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত চুক্তি হবে। নতুন স্পনসর হিসেবে আবেদন করার ক্ষেত্রে যে কোনও কোম্পানিতে শেষ আর্থিক বছরে ৩০০ কোটি টাকার টার্নওভার থাকতে হবে। আগামী ২০ অগাস্ট পর সমস্ত দল গুলি সংযুক্ত আরব আমিরশাহি উড়ে যাবে। সূত্রের খবর, অ্যামাজন, বাইজুস, রিলায়েন্স জিও, কোকাকোলা এবং পতঞ্জলির মত সংস্থাগুলি আবেদন করতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে আইপিএল। সবরকম স্বাস্থ্যবিধি মেনে সংযুক্ত আরব আমিরশাহিতে হবে টুর্নামেন্ট। ৫৩ দিনে ৬০টি ম্যাচ আয়োজিত হবে। দুবাই, শারজা এবং আবুধাবিতে হবে টুর্নামেন্টের সব ম্যাচ।