
অগস্টের শেষে টানা ব্যাংক বন্ধের কারণে আগামী ২৮ অগস্ট লকডাউন প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। ২৮ অগস্টের পরিবর্তে এ মাসে আর অন্য কোনওদিন লকডাউনের ঘোষণা করেনি নবান্ন। ফলে ধরে নেওয়া যাচ্ছে, বাকি মাসে লকডাউন হবে আর চারদিন।
জুলাইয়ের শেষে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগস্ট মাসে রাজ্য সম্পূর্ণ লকডাউনের একটি তালিকা দিয়েছিলেন। যেখানে তারিখ ছিল ২ ও ৫ অগস্ট, ৮ ও ৯ অগস্ট, ১৬ ও ১৭ অগস্ট, ২২ ও ২৩ অগস্ট এবং ২৯ ও ৩০ অগস্ট। সেই রাতেই রাজ্য স্বরাষ্ট্র দফতর ট্যুইট করে জানিয়েছিল, রাজ্যের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের কথা মাথায় রেখে, ২ ও ৯ অগস্ট লকডাউন প্রত্যাহার করা হচ্ছে। সেই ঘোষণার এক সপ্তাহের মধ্যে ফের লকডাউনের তারিখ পরিবর্তন করেছিল রাজ্য সরকার। আবারও পরিবর্তিত তারিখ অনুযায়ী আপাতত আর চারদিন লকডাউন থাকবে রাজ্যে।
জানানো হয়েছে, অগস্টের ২৮ তারিখ লকডাউন হলে মাসের শেষে টানা পাঁচদিন ব্যাংক বন্ধ হয়ে যাবে, তাই মানুষের কথা ভেবেই এমন সিদ্ধান্ত। রাজ্য সরকারের কাছে বারবার একদিন লকডাউন প্রত্যাহারের আবেদন করা হচ্ছিল বিভিন্ন ক্ষেত্র থেকে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।