
এবছর স্বাধীনতা দিবস রেড রোডে বসে দেখার সুযোগ থাকছে না সাধারণ মানুষের। রেড রোডে দর্শক ঢোকায় এবছর অনুমতি দেওয়া হয়নি। আসে করোনার আবহে রেড রোডে স্বাধীনতা দিবসে উদযাপনের অনুষ্ঠানকে যতটা সম্ভব জমায়েত মুক্ত রাখা হচ্ছে। সূত্রের খবর, শুধুমাত্র রাজ্যের মন্ত্রী, আমলা এবং ডিজি-সিপি-সহ পদস্থ পুলিশ কর্তারাই উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। থাকবেন কয়েকজন সেনা অফিসারও। স্বাধীনতা দিবসে প্রত্যেক বছরের মতোই শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র রেড রোডেই থাকছে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা। ১০০ থেকে ১২০ জন অতিথি উপস্থিত থাকবেন রেড রোডে। প্রত্যেকের বসার আসনের মাঝে কমকরে সাত ফুট দূরত্ব রাখা হবে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, এবারের অনুষ্ঠানে ডাক্তার, নার্স, পুলিশ, পুরকর্মী-সহ মোট ২৫ জন ফ্রন্টলাইন যোদ্ধাকে বিশেষ স্মারক দাওয়া হবে। যারা করোনাকালে মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন এবং পরে সুস্থ হয়ে আবার কাজে যোগ দিয়েছেন তাদের মধ্যে থেকেই বাছাই করা ২৫ জন করোনা যোদ্ধাকে স্মারক তুলে দেওয়া হবে। থাকছে আরও কঠোর চেকিং ব্যবস্থা। শহরে ঢোকা ও বেরনোর প্রত্যেকটি জায়গায় নাকা চেকিং হবে। গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে পুলিশ পিকেট। সবমিলিয়ে কয়েকহাজার পুলিশ মোতায়েন থাকবে শহরে। গোটা অনুষ্ঠানকে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই শেষ করার প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরকে। তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।