
আজ অর্থাত্ বৃহস্পতিবার কর ব্যবস্থায় নয়া প্ল্যাটফর্ম লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই প্ল্যাটফর্মের নাম, ‘ট্রান্সপারেন্ট ট্যাক্সেশন- অনারিং দ্য অনেস্ট’ (Transparent Taxation – Honoring the Honest)৷ যার অর্থ হল, ‘স্বচ্ছ কর ব্যবস্থা, সততাকে সম্মান’৷ এর মাধ্যমেই প্রত্যক্ষ কর কাঠামোয় আমূল সংস্কার হতে চলেছে৷ এই প্ল্যাটফর্মে বড় সংস্কার থাকছে, যেমন, ফেসলেস অ্যাসেসমেন্ট, ফেসলেস আপিল ও ট্যাক্সপেয়ার্স চার্টার৷ ফেসলেস অ্যাসেসমেন্ট ও ট্যাক্সপেয়ার্স চার্টার আজ থেকেই চালু হয়ে যাচ্ছে৷ ফেসলেস আপিল সার্ভিস চালু হবে ২৫ সেপ্টেম্বর থেকে৷ এই ব্যবস্থার মাধ্যমে সরকারের মূল উদ্দেশ্য হল, কোনও রকম হয়রানি, জটিলতা, যন্ত্রণা মুক্ত একটি কর ব্যবস্থা৷ সিমলেস, পেইনলেস, ফেসলেস কর ব্যবস্থা৷ সরকার চাইছে, দেশের কর ব্যবস্থায় স্বচ্ছতা এনে সৎ করদাতারা যাতে উপযুক্ত সম্মান পান, এবং তাঁদের কোনওরকম হয়রানি বা জটিলতার মধ্যে না পড়তে হয়, তা নিশ্চিত করতে। প্রধানমন্ত্রীর মতে ‘আমরা আজ একটি নতুন যাত্রা শুরু করছি৷ এর জেরে মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্ন্যান্স– আমাদের প্রতিশ্রুতি আরও মজবুত হবে৷ দেশের নাগরিকের জীবনে সরকারের হস্তক্ষেপ কমবে৷’