
৪) গালওয়ান উপত্যকায় সারা রাত চিনের সেনার মুখোমুখি সমানে সমানে লড়াই করেছে ভারতীয় সেনা। ১৭ থেকে ২০ ঘণ্টা বীর বিক্রমে লড়েছে তারা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে পূর্ব লাদাখে লাল ফৌজের সঙ্গে সংঘাতের কথা সামনে আনল ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (আইটিবি)। আইটিবিপির এক অফিসার বলছেন, “লাল ফৌজের মোকাবিলা করার মতো সুরক্ষার বর্ম যেমন আছে ভারতীয় জওয়ানদের, তেমনি তাদের সাহস ও দক্ষতাও অতুলনীয়। সারা রাতের লড়াইতে শত্রুপক্ষ পিছু হটতে বাধ্য হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”
৫) শুক্রবার সর্বোচ্চ আদালতে দোষী সাব্যস্ত হলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তাঁর শাস্তি ঘোষণা করা হবে ২০ অগাস্ট। সোশ্যাল মিডিয়ায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি ছবি পোস্ট করে তার নীচে মন্তব্য করেছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। অপর একটি টুইটে তিনি মন্তব্য করেছিলেন সুপ্রিম কোর্টের সম্পর্কে। যদিও গত ৩ অগাস্ট এক হলফনামায় প্রশান্ত ভূষণ জানিয়েছিলেন, তিনি প্রধান বিচারপতির সমালোচনা করে টুইট করেছিলেন বটে, কিন্তু সর্বোচ্চ আদালতকে অপমান করা বা তার ক্ষমতাকে ছোট করে দেখানোর উদ্দেশ্য তাঁর ছিল না। প্রশান্ত ভূষণ লিখেছেন, টুইটারে ওই কথা লেখার জন্য আমি দুঃখপ্রকাশ করছি। এদিন প্রশান্ত ভূষণের বিরুদ্ধে রায় দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কৃষ্ণ মুরারিকে নিয়ে গঠিত একটি বেঞ্চ।