
কর্মীদের লকডাউনের মধ্যে এক বড় সুবিধা দিল রেলওয়ে বোর্ড। বাড়িতে বসেই অনলাইনে মিলবে ই-পাস। আর সেটা ব্যবহার করে অনলাইনে টিকিটও কাটা যাবে। আর যেতে হবেনা কাউন্টারে। রেল বোর্ডের তরফে বিবৃতিতে বলা হয়েছে, নতুন ই-পাস মডিউলটি ব্যক্তিগত মোবাইল ফোন থেকে রেলকর্মীরা ব্যবহার করতে পারবেন। এই ই-পাস মডিউলের সাহায্যে ঘরে বসেই আইআরসিটিসি ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট বুকিং এবং রেলের পাস ব্যবহার করতে পারবেন কর্মীরা। এখন থেকে পাস যেমন অনলাইনে পাওয়া যাবে তেমন সেই পাস ব্যবহার করে টিকিটও কাটা যাবে অনলাইনে। ইতিমধ্যেই ভারতীয় রেলকে পুরোপুরি ডিজিটাল ব্যবস্থার অধীনে আনার কাজ শুরু হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ই-মাস মডিউল তৈরি করেছে রেলের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (এইচআরএমএস)-এর অধীনস্থ সংস্থা সিআরইএস।