
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল আক্রান্ত হলেন করোনায়। শুক্রবার নিজেই ট্যুইট করে জানান, তিনি করোনা আক্রান্ত। ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, ” আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। গাইডলাইন মেনে বাড়িতে হোম আইসোলেশনে আছি। আমার প্রতিটি বন্ধু, সহকর্মীকে অনুরোধ করছি সেল্ফ মনিটরিং করতে। বিগত কিছুদিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের খুঁজে বের করতে স্বাস্থ্য দফতরের তরফে কনট্যাক্ট ট্রেসিং করা হবে। আশা করছি, খুব শীঘ্রই সবার সঙ্গে দেখা হবে।” ভারতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই প্রতিটি ঘরে পরিচিত মুখ লব আগরওয়াল। লাগাতার কয়েক মাস প্রায় প্রতিদিনই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাংবাদিক বৈঠকে নেতৃত্ব দিয়ে এসেছেন। করোনা সম্পর্কিত সমস্তরকম তথ্য প্রতিদিন নিয়ম করে পৌঁছে দিতেন ১৩০ কোটি জনগণের কাছে। এখানেই শেষ নয়, সমস্ত তথ্য দেওয়া-নেওয়ার পর সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তরও দিতেন! কখনও বিন্দুমাত্র বিরক্তি, রাগ, উদ্বেগ বা জড়তা প্রকাশ পায়নি তাঁর কথায়।