
করোনাভাইরাসের কারণে গগনযান মিশনের প্রথম অংশটি পিছিয়ে দেওয়ার কথা ভাবনাচিন্তা করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। গগনযান মিশনে মহাকাশে মানুষ পাঠানোর আগে দুটি মানুষহীন অভিযান বা Unmanned Mission করবে ইসরো। এই বছরের ডিসেম্বরে গগনযানের প্রথম মানুষহীন অভিযানের কথা ছিল।
২০২১-এর ডিসেম্বরে গগনযান অভিযানে মহাকাশে মানুষ পাঠাবে ইসরো। ইসরো চেয়ারম্যান এবং ডিপার্টমেন্ট অফ স্পেসের সেক্রেটারি কে শিবন স্পেস কমিশনের নেতৃত্বে আছেন। গগনযানের প্রথম মানুষহীন অভিযান যে পিছিয়ে যেতে পারে সেই বিষয়ে সম্প্রতি স্পেস কমিশনকে জানিয়েছে ইসরো। উল্লেখ্য, দু-বছর আগে স্বাধীনতা দিবসের ভাষণে গগনযান অভিযানের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অভিযানে ২০২২-এর মধ্যে পাঁচ থেকে সাত বছরের জন্য মহাকাশে তিন সদস্যের দল পাঠাবে ভারত। আসলে ২০২২অর্থাৎ আগামী বছর স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করবে ভারত। সেই উপলক্ষ্যেই এই বিশেষ মহাকাশ অভিযানের জন্য ওই বছরটিকেই নির্দিষ্ট করে বেছে নেওয়া হয়েছে। সেই মতো পরিকল্পনা অনুযায়ী ২০২০-র ডিসেম্বরে প্রথম এবং ২০২১-এর জুনে দ্বিতীয় মহাকাশে মানুষহীন অভিযান করার কথা। কিন্তু কোভিডের জন্য এই বছরে গগনযানের প্রথম মানুষহীন অভিযানটি পিছিয়ে দেওয়া হচ্ছে বলে খবর।
ইসরো আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিল, করোনার প্রভাবে তাদের বেশ কয়েকটি মিশন পিছিয়ে যেতে পারে। কারণ করোনার কারণে মহাকাশ গবেষণা সংস্থার অনেক কাজই বাধাপ্রাপ্ত হয়েছে। এ ছাড়াও করোনার কারণে ইসরোর বড় উল্লেখযোগ্য যে মিশন পিছিয়ে গিয়েছে তা হল চন্দ্রযান-৩। এই বছরের শেষের দিকে চাঁদের উদ্দেশ্যে ভারতের তৃতীয় মিশন চন্দ্রযান-৩ লঞ্চ করার কথা ছিল। তবে ২০২২-এই যাতে মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্য সফল ভাবে পূরণ হয় তার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ইসরো।