
অমিত শাহ আবার ভর্তি হলেন এইমস-এ। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। AIIMS-এর অধিকর্তা ডা. রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে চিকিত্সকদের একটি দল অমিত শাহের উপর নজরদারি রাখছেন। স্বাধীনতা দিবসের আগের দিনই করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু খুব বেশিদিন বাড়িতে থাকতে পারলেন না ৷ চিকিৎসকের পরামর্শ মত আপাতত আরও কিছুদিন তিনি সেলফ আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছিলেন শাহ। সূত্রের খবর সোমবার রাতে অমিত শাহের রক্তচাপ খুব বেড়ে যায়। সঙ্গে ছিল শ্বাস কষ্ট। এর পরে তড়িঘড়ি তাঁকে এইমস-এ ভর্তি করা হয়েছে। হাসপাতালের তরফে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ৩-৪ দিন ধরে গা-হাত-পা ব্যাথায় ভুগছিলেন অমিত শাহ। ক্লান্ত বোধ করছিলেন। কোভিড থেকে সেরে ওঠার পরবর্তী যত্ন নেওয়ার জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ভালো আছেন। হাসপাতাল থেকেই তিনি তাঁর কাজকর্ম চালাবেন।’