
মহেন্দ্র সিং ধোনির সম্মানে ফেয়ারওয়েল ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই৷ ক্রিকেট ভক্তরাও মনে করেন, ভারতীয় ক্রিকেটকে জোড়া বিশ্বকাপ দেওয়া অধিনায়কের এই সম্মানটুকু প্রাপ্য৷ বিসিসিআই-এর এক কর্তা বলেন, এই মুহূর্তে ভারতীয় দলের কোনও আন্তর্জাতিক সিরিজ নেই৷ ফলে যা করার আইপিএল-এর পরেই করতে হবে৷ কারণ ভারতীয় ক্রিকেটে ধোনির যা অবদান, তাতে এটুকু সম্মান ওঁর প্রাপ্য৷ বিসিসিআই সবসময়ই ধোনির জন্য ফেয়ারওয়েল ম্যাচ করতে চেয়েছে ৷ কিন্তু ধোনি সম্পূর্ণ অন্য ধাঁচের ক্রিকেটার৷ এমন সময় ও অবসর ঘোষণা করল, যখন কেউ ভাবতেও পারেনি এরকম কিছু হতে পারে৷ এখনও এ বিষয়ে ধোনির সঙ্গে তাঁদের কোনও কথা হয়নি৷ আইপিএল চলাকালীনই এ বিষয়ে কথা বলা ধোনির সঙ্গে। বিসিসিআই ভাবছে একটি সিরিজের আয়োজন করতে। ইতিমধ্যেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এম এস ধোনির জন্য ফেয়ারওয়েল ম্যাচ চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছেন৷ রাঁচিতে সেই ম্যাচের আয়োজন করারও প্রস্তাব দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী৷ দেখা যাক আদপে কি হয়।