
কোভিডে ভারতে জাতীয় সুস্থতার হার বুধবার ৭৩ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে করোনা থেকে সুস্থ হয়ে যাওয়ার সংখ্যা ২০ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল৷ নতুন আক্রান্তের থেকে সুস্থ হয়ে ওঠার লোকজনের সংখ্যা অনেক বেশি।
কেন্দ্রীয় তথ্য বলছে, প্রতিদিন গড়ে ৬০ হাজার করোনা রোগী সুস্থ হচ্ছেন৷ গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে দেশে৷ অর্থাত্ আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেশি৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ এদিন বলেন, আমরা যখন নির্দিষ্ট কোনও একটি দেশের ভাইরাস কেসলোডের কথা বলি, তখন সেটা অ্যাক্টিভ আক্রান্তের কথাই বলা হয়। মোট করোনা পজিটিভ কেসের কথা বলা হয় না। ৩০ জানুয়ারি থেকে এ পর্যন্ত যত ভাইরাস আক্রান্তের রিপোর্ট হয়েছে, তার মধ্যে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৫ শতাংশেরও কম। ১৯ অগস্টের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ভারতে সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৩.১৮ শতাংশ। কোভিডে মৃতের হার ১.৯২ শতাংশ হয়ে গেছে। কেন্দ্রের বক্তব্য, সুস্থতার হার বৃদ্ধি ও মৃত্যুহার কমার অর্থ কেন্দ্রের নীতি সুফল দিচ্ছে৷
স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যাও কমেছে। অধিকাংশ ক্ষেত্রে ঘরে আইসোলেশনে থেকেই লোকজন সুস্থ হয়ে উঠছেন। ওয়ার্ল্ডোমিটারের লাইভ ট্র্যাকার জানাচ্ছে, সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা ২০ লক্ষ ৯৬ হাজার ৬৮। এ পর্যন্ত মারা গিয়েছেন ৫৩ হাজার ৯৯৪ জন। গোটা দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৮৫ হাজার ৭৬০। গোটা দেশে বুধবার পর্যন্ত ৩ কোটি ১৭ লক্ষ ৪২ হাজার ৭৮২ নমুনার পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৮০ জনের।