
এবার বিশাল সংখ্যায় ভ্যাকসিন ‘স্পুটনিক ৫’ উৎপাদনের জন্য ভারতের সঙ্গে হাত মেলাতে চায় রাশিয়া। নয়াদিল্লির সঙ্গে যৌথ উদ্যোগে ভ্যাকসিন উৎপাদনের ইঙ্গিত দিয়েছে মস্কো। গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউটের সিইও কিরিল দিমিত্রিভ বৃহস্পতিবারই জানিয়েছেন, ভারতের সঙ্গে যৌথ উদ্য়োগে ভ্যাকসিন উৎপাদন করতে চায় রাশিয়া। রাশিয়া নিজের পরিকাঠামো ব্যবহার করে বছরে ভ্যাকসিনের ৫০ কোটি ডোজ উৎপাদন করতে পারে। যা চাহিদার তুলনায় অনেক কম এবং সময়সাপেক্ষ। তাই ভারত-সহ একাধিক দেশের সঙ্গে যৌথ উদ্যোগে স্পুটনিক ৫ উৎপাদন করতে চায় মস্কো। ভার্চুয়াল ভিডিয়ো কনফারেন্সে দিমিত্রিভ জানিয়েছেন, ‘বিভিন্ন দেশের উৎপাদন ক্ষমতা নিয়ে আমরা বিস্তারিত গবেষণা করেছি। ভারত, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া এবং কিউবার মতো দেশের উৎপাদন ক্ষমতা অনেক বেশি। এই দেশগুলির মধ্যেই যে কেউ স্পুটনিক ৫ উৎপাদনের আন্তর্জাতিক হাব হয়ে উঠতে পারে।’ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, করোনার ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে ভারতের হাত ধরতে চাওয়াই স্বাভাবিক ব্যপার। কারণ ভারতই বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদক। এই রুশ ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল সদ্য শুরু হয়েছে। অর্থাৎ কয়েক হাজার ভলান্টিয়ারের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করে তার কার্যকারিতা দেখার প্রক্রিয়া শেষই হয়নি। এই পরিস্থিতিতে কোনও ভারতীয় সংস্থা রুশ ভ্যাকসিন উৎপাদনে আগ্রহী হয় কিনা সেটাই দেখার।