
করোনা ওয়ারিয়র যাঁরা সামনের সারিতে থেকে সব কিছু সামলাচ্ছেন অর্থাৎ সরকারি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মীর মতো জনসেবক, তাঁদের জন্য সরকারি স্বাস্থ্য বিমার মেয়াদ বাড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷ স্বাস্থ্য বীমার মেয়াদ ছিল সেপ্টেম্বর পর্যন্ত তা বাড়িয়ে নভেম্বর পর্যন্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনা যোদ্ধাদের জন্য দশ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা করিয়েছিল সরকার৷ করোনা পরিস্থিতির দিকে নজর রেখে এবার সেই বিমার মেয়াদই আরও দু’ মাস বাড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷ মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকেই এই নির্দেশ দেন তিনি৷ সামনে উৎসবের মরশুম রয়েছে এবং বর্তমানেও যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে করোনা পরিস্থিতি, সেকথা মাথায় রেখেই এই নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে সরকারি যে কর্মী, আধিকারিকদের মৃত্যু হয়েছে, তাঁরা ঠিকমতো বিমার ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন কিনা, তাও নিশ্চিত করার নির্দেশ দেন এদিন মুখ্যমন্ত্রী৷ তিনি এদিন বলেন, যাঁরা করোনা মোকাবিলায় সামনে থেকে লড়ছেন, তাঁরা সরকারের সম্পদ।