
কলকাতায় ফিরেই রাজনীতিতে ফের সক্রিয় হয়ে উঠছেন তথাগত রায়। রবিবার শহরে ফিরেছেন তিনি। সোমবারই রাজ্যে বিজেপি-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে সাক্ষাৎ করেন তথাগত। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুকুল রায়ও। কিন্তু দিলীপ ঘোষ ছিলেন না কেন বৈঠকে? জল্পনা শুরু হতেই তথাগত ট্যুইট করে জানিয়ে দেন বুধবারই দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করবেন তিনি। সল্ট লেকে দিলীপ ঘোষের বাড়িতে গিয়ে দেখা করবেন তিনি জানান। প্রসঙ্গত, রবিবার কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছিলেন, ২০২১ -এর বিধানসভা ভোটে কাউকে মুখ্যমন্ত্রী ‘প্রোজেক্ট’ করে ভোটে লড়বে না BJP। তথাগত রায়ও সেকথাই জানালেন। এ বিষয়েও তিনি আজ ট্যুইট করেন। প্রসঙ্গত, কিছুদিনের মধ্যে দিল্লি গিয়ে BJP-র শীর্ষ নেতৃত্বের সঙ্গে তথাগত রায় দেখা করতে পারেন বলেও খবর।