
২০১৯-২০ অর্থবর্ষে একটিও ২০০০ এর নোট ছাপায়নি শীর্ষ ব্যাংক। আরবিআই -এর বার্ষিক রিপোর্টের তথ্য প্রকাশ্যে আসতে এমনটাই জানা যাচ্ছে। মাইসুরুতে আরবিআই -এর ছাপাখানা থেকে একটিও গোলাপি নোট ছাপা হয়নি। ২০০০ টাকার নোট ছাপানোর কোনও নির্দেশ আসেনি বলেই জানিয়েছে আরবিআই। প্রসঙ্গত, গত মার্চে রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন, ২০০০ টাকার নোট বন্ধ করার কোনও প্রশ্ন নেই। ২০১৬ সালের নভেম্বর মাসে নোটবন্দির পর পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট এনেছিল রিজার্ভ ব্যাংক। সেই সময় ৩৭০ কোটি ২০০০ টাকার নোট ছাপা হয়েছিল। যার মূল্য ছিল ৭৪০ লাখ কোটি। বাতিল করা হয়েছিল ৬৩০ কোটি ১০০০ টাকার নোট। কিন্তু বড় নোট নিয়ে প্রচুর সমস্যার মুখোমুখি হয়েছিল সেই সময় সাধারণ মানুষ। তাই পরে সিদ্ধান্ত নেওয়া হয় ২০০ টাকার নোট ছাপানো হবে যথেষ্ট পরিমানে।