
করোনা সংক্রমণের চেন ব্রেক করতে লকডাউনের রাস্তাতেই হাঁটছে রাজ্য সরকার। মাসের মাঝখানে পূর্ণাঙ্গ লকডাউন করার সুফল ইতোমধ্যে পেতে শুরু করেছে রাজ্য। সামান্য হারে হলেও কমতে শুরু করেছে করোনা সংক্রমণ। সেই সূত্রেই এবার সেপ্টেম্বরের ৭ ও ১১, ১২ তারিখ রাজ্যে হচ্ছে পূর্ণাঙ্গ লকডাউন।
বুধবার নবান্নে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বন্ধ থাকবে সমস্ত স্কুল-কলেজ। তারপর খোলা হবে কিনা, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘এখনও পুরো লকডাউন তোলা যাবে না। তাই নিয়ম মেনে সব পরিকল্পনা করতে হচ্ছে আমাদের।’ তিনি জানান, যেভাবে মাঝে কয়েকদিন লকডাউন চলেছে অগাস্ট মাসে, সেভাবেই সেপ্টেম্বরের ২০ তারিখ পর্যন্ত চলবে। সম্পূর্ণ লকডাউনে যেভাবে অগাস্ট মাসে গোটা রাজ্যের সমস্ত কিছুই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবারেও তাই হবে। তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে রাজ্য সরকার। সেক্ষেত্রে রাজ্যের পরের ক্যাবিনেট মিটিং বসবে ১৭ সেপ্টেম্বর।
সেপ্টেম্বর থেকে মেট্রো ও লোকাল ট্রেন চলাচলের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, ‘নিয়ম মেনে, দূরত্ববিধি বজায় রেখে যদি মেট্রো চালানো যায়, তাহলে চলুক।’ এক চতুর্থাংশ লোকাল ট্রেন চালালেও রাজ্যের কোনও অসুবিধা নেই বলে জানান মমতা। তবে সেক্ষেত্রে রেল যেন রাজ্যের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়, সেটাই জানিয়েছেন তিনি। আনলক ৪.০-এর অঙ্গ হিসেবে মেট্রো চালানোর অনুমতি দিতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, সূত্রের খবর এমনটাই। একটি কামরায় সর্বোচ্চ ৫০ জনের যাত্রী নিয়ে মেট্রো চালানো হতে পারে। জানা গিয়েছে, স্টেশনে প্রবেশের আগে প্রত্যেক যাত্রীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। কোনও ব্যক্তির শরীরে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা ধরে পড়লে তাঁকে ট্রেনে উঠতে দেওয়া হবে না। মেনে চলতে হবে সামাজিক দূরত্ব বিধি।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, আগে তালিকায় ৩ ও ৪ সেপ্টেম্বর-সহ বেশ কয়েকদিন লকডাউনের কথা ছিল। কিন্তু পরে সেই তালিকা থেকে ৩, ৪ সেপ্টেম্বর বাদ দেওয়া হয়। কারণ, সে দিন কেন্দ্রীয় সরকার জয়েন্ট পরীক্ষা রেখেছে। সেই কারণেই সেপ্টেম্বরের ৭, ১১, ১২ সেপ্টেম্বর নতুন করে সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করা হয়।