
JEE ও NEET পরীক্ষা স্থগিতের জন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন সনিয়া ও মমতার ডাকে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন অ-বিজেপি শাসিত ৭ রাজ্যের মুখ্যমন্ত্রী৷ করোনার পরিস্থিতিতে দুটি সর্বভারতীয় পরীক্ষা হলে ছাত্র-ছাত্রীদের জীবন ঝুঁকির মুখে পড়ে যাবে৷ তাই পরীক্ষাগুলি স্থগিত করা হোক, ইতিমধ্যেই এই দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুটি চিঠি দিয়েছেন মমতা৷ আজকের বৈঠকে সুপ্রিম কোর্টে পিটিশন করার সিদ্ধান্ত নিলেন সাত রাজ্যের অ-বিজেপি মুখ্যমন্ত্রী। পরীক্ষা আয়োজনের কেন্দ্রীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হবে বলে বিরোধীদের বৈঠকে সহমত হন উপস্থিত সবাই। বৈঠকে মমতা বলেন, তিনি বলেন, ‘দেশের পরিস্থিতি ভালো নয়। ছাত্রছাত্রীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ছে। কীভাবে নিট ও জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা। রেল চলছে না। পরিবহণ স্বাভাবিক নয়। পরীক্ষার্থীরা মানসিক চাপের মুখে। অনেকে হতাশায় ভুগছে। এখন পরীক্ষার জন্য তারা প্রস্তুত নয়।