
স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ফাইনাল বর্ষের পড়ুয়াদের পরীক্ষা না নিয়ে কাউকে উত্তীর্ণ ঘোষণা করতে পারবে না কোনও রাজ্য৷ ৩০ সেপ্টেম্বরের মধ্যেই হবে কলেজের অন্তিম বর্ষের পরীক্ষা। UGC-র সিদ্ধান্তে সায় দিয়ে এ কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্টের এ দিনের নির্দেশিকা অনুযায়ী, প্রয়োজনে পরীক্ষার দিন পিছিয়ে ৩০ সেপ্টেম্বরের পর করার জন্য ইউজিসি-র কাছে আবেদন করতে পারবে রাজ্যগুলি৷
করোনাভাইরাসের আবহে পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আদালতে বেশ কয়েকটি পিটিশন জমা পড়েছিল। পিটিশনারদের যুক্তি ছিল, কলেজে ছাত্রছাত্রীরা পাঁচটি সেমেস্টার সম্পূর্ণ করেছে, কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ অর্থাত্ CGPA পেয়েছে। তার ভিত্তিতেই চূড়ান্ত বর্ষের পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ করা যেতে পারে। বিপর্যয় মোকাবিলা আইনের অধীনে যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এই পরীক্ষা বাতিল করেছে, সেই নির্দেশিকা বাতিল হয়ে গেল এ দিনের রায়ে৷ অভ্যন্তরীণ মূল্যায়ণের তত্ত্বে সায় না-দিয়ে ইউজিসি-র সিদ্ধান্তই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
এ দিন ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে এই রায় দেন বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি ও এম আর শাহের বেঞ্চ। মামলার শুনানি চলাকালীন কেন্দ্রের তরফে আদালতে আরও জানানো হয়, গোটা দেশের ৮০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০৯টি বিশ্ববিদ্যালয় ফাইনাল বর্ষের পরীক্ষা নিয়ে নিয়েছে৷ আরও ৪০০ বিশ্ববিদ্যালয় পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে৷