
৪) শুক্রবার আইপিএল-এর প্র্যাকটিস সেশনে নামার কথা ছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই দলের। কিন্তু সেই প্র্যাকটিস আর হচ্ছে না। IPL-এর এক সিনিয়র কর্মকর্তার কথায়, ‘একজন ডানহাতি মিডিয়াম পেসার করোনা আক্রান্ত হয়েছেন, যাঁকে ভারতীয় দলের হয়ে কিছু দিন আগেই খেলতে দেখা গিয়েছিল। আর চেন্নাই দলের বেশ কিছু সাপোর্ট স্টাফও করোনা আক্রান্ত হয়েছেন।’ BCCI-এর প্রোটোকল অনুযায়ী ইতিমধ্যে তিন বার করোনা টেস্ট হয়ে গিয়েছে সমস্ত ফ্রাঞ্চাইজির প্লেয়ারদের। সূত্রের খবর চেন্নাইয়ের সমস্ত কর্মী থেকে ক্রিকেটারদের আবার করোনা টেস্ট করা হবে। অর্থাৎ চতুর্থ বারের মতো করোনা টেস্ট করবে ধোনির দল। শুক্রবার অর্থাৎ আজই সেই টেস্ট করা হয়েছে। শনিবার তার ফলাফল জানা যাবে।
৫) বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক-সাংবাদিক রাহাত খানের জীবনাবসান হয়েছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোহম্মদ আবদুল হামিদ। শুক্রবার রাত সাড়ে ৮টায় (বাংলাদেশ সময়) রাহাত খান নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাত সওয়া ৯টায় সাহিত্যিকের স্ত্রী অপর্ণা খান নিজের ফেসবুক প্রোফাইলে রাহাত খানের মৃত্যুসংবাদ দেন। দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস-সহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি। রাহাত খান বাংলাদেশের একজন খ্যাতিনামা সাহিত্যিক। সাংবাদিক হিসেবেও রাহাত খানের অবদান উল্লেখযোগ্য|