
সোমবার নবান্ন থেকে নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হল, লকডাউন চলবে পূর্ব ঘোষণা মতোই। অর্থাৎ ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর কেন্দ্রের সঙ্গে আলোচনা করেই রাজ্যে সার্বিক লকডাউন হবে। বাংলায় কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হল।
নয়া নির্দেশিকা অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর অবধি লকডাউন রাজ্যে৷ স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় ২০ নয় বন্ধ থাকবে ৩০ সেপ্টেম্বর অবধি৷ ৮ সেপ্টেম্বর থেকে কলকাতায় মেট্রো পরিষেবা শুরু হচ্ছে৷ তবে ধাপে ধাপে পরিষেবা শুরু হবে বলে জানানো হয়েছে৷ নবান্নের তরফে জানানো হয়েছে, সমস্ত প্রোটোকল মেনেই চলবে মেট্রো। এমনকী লকডাউন কার্যকরেও সমস্ত নিয়ম মানা হবে।
কিন্তু আনলক ৪-এর নিয়মানুসারে, গোটা রাজ্যে লকডাউন করতে গেলে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে ওঠে বিরোধীরা। জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য সরকার জানিয়ে দিল, লকডাউন হবেই পূর্ব ঘোষণা মতো। তবে, কেন্দ্রের নির্দেশিকা মতো বন্ধ থাকবে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক।