
৪) দেশজুড়ে মঙ্গলবার থেকেই চালু হল আনলক-৪। এই মুহূর্তে লোকাল বা প্যাসেঞ্জার ট্রেন স্বাভাবিকভাবে চালু না হলেও স্পেশ্যাল ট্রেনের সংখ্যা বাড়াতে চাইছে রেল। সেই সূত্রেই দেশজুড়ে আরও ১০০টি মতো স্পেশ্যাল ট্রেন চালু করার ভাবনাচিন্তা শুরু করেছে রেল মন্ত্রক। উল্লেখ্য, করোনা-পরিস্থিতিতে ট্রেন চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ভারতীয় রেল। তাই আপাতত ১০০টি আরও স্পেশ্যাল ট্রেন চালানো হতে পারে। এরপর ধীরেধীরে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে জানা গিয়েছে।
৫) মঙ্গলবারই ট্যুইট করে পঞ্জাব পুলিশ ও মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের কাছে পিসেমশাই ও তুতো ভাইয়ের নৃশংস মৃত্যুর সুবিচার ও সঠিক তদন্তের আর্জি জানিয়েছিলেন সুরেশ রায়না। রায়নার অনুরোধে ঘটনার সঠিক তদন্তের জন্য সিট গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি নিজেও এব্যাপারে ব্যক্তিগতভাবে খোঁজ নেবেন বলে জানিয়েছেন ক্যাপ্টেন সিং৷ ভয়ঙ্কর দুষ্কৃতি হামলার শিকার হয়েছে ক্রিকেটার সুরেশ রায়নার পরিবার ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ১৯ অগাস্ট গভীর রাতে পাঠানকোটের মাধোপুরের কাছে থরিয়াল গ্রামে রায়নার পিসি- পিসেমশাইয়ের বাড়িতে লুঠের উদ্দেশে হামলা চালায় ডাকাতের দল। সেই সময় বাড়ির সবাই ঘুমোচ্ছিলেন। ধারাল অস্ত্র দিয়ে তাঁদের উপর আক্রমণ করে দুষ্কৃতীরা।