
পাবজি-সহ মোট ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার। পূর্ব লাদাখে সম্প্রতি চিন অনুপ্রবেশের চেষ্টা চালাতেই এ বার আরও ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করল মোদী সরকার। এই ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ ‘পাবজি’। ভারতে এই অ্যাপগুলি আর ডাউনলোড করা যাবে না। ইতিমধ্যেই যেগুলি ডাউনলোড করা রয়েছে, সেই অ্যাপও কাজ করবেনা। এই নিয়ে সব মিলিয়ে ২২৪টি চিন অ্যাপ নিষিদ্ধ হল ভারতে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হওয়ায় এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হল৷
কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে বুধবার ওই নির্দেশিকা জারি করা হয়। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় এই অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, এই সব অ্যাপ এমন কাজকর্মে লিপ্ত, যা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং জনস্বার্থের পরিপন্থী। একই অভিযোগে এর আগে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত৷ তার মধ্যে টিকটকের মতো জনপ্রিয় অ্যাপ ছিল৷
ভারতের একের পর এক এই ধরনের পদক্ষেপে কতটা ক্ষতিগ্রস্ত চিনা ব্যবসায়ীরা, তা নিয়ে বলতে গিয়ে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান আগেই জানিয়েছিলেন, ‘চিন এ ব্যাপারে গভীর ভাবে উদ্বিগ্ন।’ কিন্তু তাতেও পরিস্থিতি বদলায়নি। বরং লাদাখে ভারতের সঙ্গে নতুন করে সমস্যায় জড়িয়েছে চিন। তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, সমাজের বিভিন্ন স্তর থেকে পাবজির মতো কিছু অ্যাপ নিয়ে অভিযোগ জমা পড়ছিল নানা মহল থেকে। গ্রাহকদের তথ্য হাতিয়ে নেওয়া, সেই তথ্যের অপব্যবহার-সহ নানা অভিযোগ উঠছিল। সেই কারণে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।