
ইন্দো-তিবেটান বর্ডার পুলিশের পর্বতারোহীরা ২২,২২২ ফুট দুর্গম শিখরে উঠে নজির গড়লেন। সেই শিখরে ওড়ালেন ভারতের জাতীয় পতাকা। হিমাচল প্রদেশ ও তিব্বতের সীমান্ত এলাকায় অবস্থিত লিও পারগিল শৃঙ্গ লিও পারগেল নামেও পরিচিত। হিমাচল প্রদেশের উচ্চতম এই শিখরে পৌঁছনো সহজ কাজ নয়। তার মধ্যে প্রতিকূল আবহাওয়া। রয়েছে করোনা ভাইরাসের দাপট। কিন্তু লক্ষ্য স্থির থাকলে কোনোকিছুই হার মানাতে পারেনা।
কিছুদিন আগেই লিও পারগিলের শিখরে পৌঁছনোর জন্য রওনা দেন ১৬ সদস্যের একটি দল। যার নেতৃত্বে ছিলেন ডেপুটি কমান্ডান্ট কুলদীপ সিং। তাঁর সঙ্গে সহ নেতৃত্ব দিয়েছিলেন ডেপুটি কমান্ডান্ট ধর্মেন্দ্র। বহুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন ভারতীয় জওয়ানরা। এর জন্য কঠোর নিয়ম মেনে চলেছিলেন ITBP-র ১৬ জন পর্বতারোহী। অনেকেই বর্তমান পরিস্থিতকে মেনে নিয়ে অভিযান স্থগিত রাখার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু লক্ষ্য করতে গেলে ভয় পেলে চলেনা তা আরও একবার প্রমান হয়ে গেল। যদিও টিমের সকলে লিও পারগিলে পৌঁছাতে পারেননি। ১২ জনের টিম শেষ পর্যন্ত হিমাচল প্রদেশের উচ্চতম শৃঙ্গে পৌঁছন। সেখানে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে ভারতমাতার জয় স্লোগান দেন।
উল্লেখ্য, আইটিবিপির জওয়ানরা প্রতিকূল জলবায়ুর মধ্যে কাজ করেন। যা পর্বতারোহণের পক্ষে সহায়ক বলে মনে করা হয়। এই অভিযানেও ছিল প্রতিকূল আবহাওয়া। কখনও রোদ, কখনও আবার বৃষ্টি হওয়ায় সেই দুর্গম শিখরে পৌঁছনো আরও কঠিন হয়ে পড়েছিল। কিন্তু শেষমেশ সাফল্য এল। প্রতিকূল পরিবেশে পর্বতারোহণের জন্য সবথেকে শক্তিশালী ও সেরা বলে বিবেচনা করা হয় আইটিবিপিকে(ITBP)।