
প্রায় শেষের মুখে সেবক থেকে রংপো রেললাইনের কাজ। এই পাহাড়ি পথে ট্রেন চালানোর জন্য ১৪টি রেল টানেল প্রায় প্রস্তুত বলে জানাচ্ছেন নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে কর্তারা। সিকিম যেতে হলে উত্তরবঙ্গ থেকে সড়কপথ বা আকাশপথই এখনও পর্যন্ত ভরসা। তবে শিগগিরই এর সুরাহা হতে চলেছে। ২০২২-এর ডিসেম্বরের মধ্যেই এই রেলপথের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। লকডাউনের কারণে গত মার্চ মাস থেকে কাজ কিছুদিন বন্ধ ছিল। তবে তারপরই ফের জোরকদমে শুরু হয়ে যায় কাজ। নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের সিপিআরও শুভানন ছন্দা আশা করছেন ডেডলাইনের মধ্যেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। লকডাউনের কারনে বেশ কিছুদিন কাজ বন্ধ ছিল। তারপর সামাজিক দূরত্ব বিধি মেনে অল্প সংখ্যক কর্মী নিয়ে কাজ শুরু হয়। এবারে ডাবল শিফটে কাজ শুরু করার কথা ভাবছে রেল বলে জানান তিনি। ২০০৮-০৯ এ এই রেল প্রকল্প অনুমোদন পায়। কিন্তু এখানকার আবহাওয়া জনিত সমস্যার কারণে কাজ প্রায় আটকেই ছিল। ৪৪.৯৬ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের ৪১.৫৫ কিমি পথ পশ্চিমবঙ্গে পড়বে, অবশিষ্ট অংশ পড়বে সিকিমে। এই প্রকল্পের জন্য খরচ পড়বে ৮,৯০০ কোটি টাকা।