
কলকাতা, বিদ্যাসাগর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কলেজ পড়ুয়ারা ফাইনাল ইয়ারের পরীক্ষা বাড়িতে বসেই দিতে পারবেন। তার জন্য সময়ও পাওয়া যাবে ২৪ ঘণ্টা। সেই খাতাও দেখবেন নিজের কলেজের শিক্ষকরা। প্রশ্ন উঠছে এই পদ্ধতি নিয়ে। বাড়িতে বই দেখে বা অন্যের সাহায্য নিয়েও পড়ুয়ারা পরীক্ষা দিতে পারেন। সেক্ষেত্রে মূল্যায়ন সঠিক হবে কীভাবে? অন্য দিকে, রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয়ের বক্তব্য করোনা পরিস্থিতিতে এ ছাড়া পরীক্ষা নেওয়ার কোনও উপায় নেই। রাজ্য চেয়েছিল আগের পরীক্ষার নম্বরের ভিত্তিতেই ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ করা হবে। কিন্তু পরীক্ষা ছাড়া ডিগ্রি দেওয়ার প্রস্তাব মানতে চায়নি ইউজিসি এবং তাতে সে দেয় সুপ্রিম কোর্টও। ফাইনাল ইয়ারের পরীক্ষা সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে নিতে হবে। পরীক্ষার রেজাল্ট বের হবে ৩১ অক্টোবর, এমনটাই ঘোষণা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী এও জানান যে, এই বছর প্রশ্নপত্র বাড়িতেই পাঠিয়ে দেওয়া হবে। ছাত্রছাত্রীরা উত্তর লিখে অনলাইনে জমা করতে পারবেন। মেল বা হোয়াটসঅ্যাপ করে প্রশ্নপত্র পাঠানো হবে। পরীক্ষার্থীদের বলা হবে, মেল বা হোয়াটসঅ্যাপ করে খাতা জমা দিতে। যারা সেটা পারবে না তারা হার্ড কপিও দিতে পারবে।