
রবিবার সকালে সিমলায় এক পরীক্ষার্থী ও তাঁর বাবাকে নিয়ে এল সিমলা-কালকা হেরিটেজ লাইনের বিশেষ সাত কোচের টয়-ট্রেন। ন্যাশনাল ডিফেন্স আকাডেমি এবং নেভাল আকাডেমি পরীক্ষা ১ এবং ২ দেওয়া যাতে আটকে না যায় তাই সোলান থেকে অনুরাগ শর্মা এবং তাঁর বাবাকে নিয়ে ভোর ৪.৩০তে সিমলার উদ্দেশে রওনা দেয় টয়-ট্রেনটি। সাত কামরার বাকি সব আসন ছিল ফাঁকা। ৪৫ কিমি দূরে সিমলা এসে পৌঁছায় সকাল ৭.১০-এ। কেন্দ্রের বিশেষ নির্দেশে সিমলা-কালকা লাইনে বিশেষ টয় ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় রেল। রেলের চিফ কমার্শিয়াল ইন্সপেক্টর এ এস ঠাকুর জানিয়েছেন, সোলান ফেরার পথে সন্ধে সাড়ে ছ’টায় সিমলা থেকে রওনা দেয় এই ট্রেনটি। কিন্তু একজন যাত্রীও ছিলেন না। এমন পরিষেবা দিয়ে এক অনন্য নজির গড়ল ভারতীয় রেল তা বলাই বাহুল্য।