
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছে দুর্গাপুজোর সরকারি বিজ্ঞপ্তি নিয়ে একটি মেসেজ। হোয়াটঅ্যাপে ছড়ানো দুর্গাপুজো নিয়ে একটি ভুয়ো পোস্টকে নিয়ে তোলপাড় নেটপাড়া৷ করোনা আবহে কিভাবে হবে দুর্গাপুজো এনিয়ে আমজনতার চিন্তার শেষ নেই৷ তার মাঝেই দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের ছড়াছড়ি। করোনায় পুজো নিয়ে আরও উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে এই ভুয়ো খবরগুলি৷
পশ্চিমবঙ্গ পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, দুর্গাপুজো নিয়ে এমন কোনও সিদ্ধান্ত হয়নি। তাই এই নির্দেশিকা গুজব ছাড়া আর কিছু নয়। আজ মঙ্গলবার ভুয়ো প্রচারে পরিবেশ অশান্ত করার প্রচেষ্টায় তীব্র ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, ‘বাঙালির সেরা উৎসবকে নিয়ে এমন প্রচেষ্টা বরদাস্ত করা হবে না৷’ তিনি স্পষ্টভাবে জানান, এই করোনা পরিস্থিতিতে এখনও পুজো নিয়ে বৈঠকেই বসেনি রাজ্য সরকার৷ সেখানে কী করে এমন নির্দেশিকা ছড়াচ্ছে!’ তিনি এ বিষয়ে সতর্ক করে বলেন, ‘যারা এই কাজ করছে তাদের কান ধরে টেনে আনুন৷ সকলের সামনে ওঠবোস করান৷ বাঙালির দুর্গাপুজো নিয়ে অপপ্রচারের সাহস আসে কোথা থেকে!’ তিনি বলেন, ‘সবকটাকে ধরে ১০০ বার কান ধরে ওঠবোস করাতে হবে। ভুয়ো খবর ছড়ানোর সব সীমা ছাড়িয়ে গেছে। ওরা যদি প্রমাণ করে এমন কোনও নির্দেশ সরকার দিয়েছিল, তাহলে আমি কান ধরে ওঠবোস করব।’ মঙ্গলবার এনিয়ে পুলিশকে বাড়তি সতর্কতা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে উল্লেখ্য,ইতিমধ্যেই বেশ কিছু পুজো কমিটি কলকাতায় মণ্ডপের কাজ শুরু করেছে। কোভিড বিধি মেনে পুজোয় আমূল বদল আনারও সিদ্ধান্ত হয়েছে।
এই ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই আসরে নামে পশ্চিমবঙ্গ পুলিশ। সেই ভুয়ো মেসেজের স্ক্রিনশট শেয়ার করে পুলিশের তরফে লেখা হয়, ‘দুর্গাপুজো নিয়ে হোয়াটসঅ্যাপে এই গুজবটি ছড়াচ্ছে। এ রকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দয়া করে মেসেজটি ফরোয়ার্ড করবেন না। এটি মিথ্যা।’