
নতুন পদ্ধতি লোকসভাতেও। এবার থেকে লোকসভায় সাংসদদের উপস্থিতি নথিভুক্ত করতে হবে ডিজিটালি। এ জন্য সাংসদদের বিশেষ মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে– অ্যাটেনডেন্স রেজিস্টার অ্যাপ। সূত্রের খবর, কেভিড-১৯ সংক্রমণের ঝুঁকি কমাতে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি)-কে দিয়ে এই অ্যাপটি বানানো হয়েছে। শুধুমাত্র সংসদের ভিতরেই এই অ্যাপটি কাজ করবে। ফলে, বাড়িতে বসে বা সংসদের বাইরে অন্য কোনও জায়গা থেকে অ্যাটেনডেন্স মার্ক করার উপায় নেই। বলাই বাহুল্য, করোনা মহামারীর জেরেই এই সিদ্ধান্ত। সাংসদদের সুরক্ষা নিশ্চিত করতে কোভিড টেস্ট করানো-সহ আরও কিছু পদক্ষেপের কথা আগেই ঘোষণা করেছিলেন লোকসভার স্পিকার। বরিষ্ঠ এক আধিকারিক জানান, নিজেদের ‘শনাক্ত’ করাতে সাংসদদের মুখের ছবি তুলে আগে ওই অ্যাপে আপলোড করতে হবে। এর পরই অ্যাটেনডেন্স রেজিস্টার করার অপশন আসবে। এছাড়াও ড্যাশবোর্ড, অ্যাপ্লিকেশনস, ই-রিপোর্টস, ছুটির আবেদন, হাফ-ডে, ফুল-ডে অ্যাটেনডেন্সের অপশন রয়েছে। শুধুই সাংসদরা নন, সচিবালয়ের অন্যান্য কর্মীদেরও এই অ্যাপটি ব্যবহার করতে হবে।