
করোনাভাইরাসের অক্সফোর্ডের ভ্যাকসিন শরীরে প্রবেশ করিয়ে অসুস্থ হয়ে পড়ায় ভ্যাকসিনের ট্রায়াল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভ্যাকসিন নির্মাণকারী ইংল্যান্ডের সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। কিন্তু এই ঘটনার পরেও অক্সফোর্ডের ভ্যাকসিনের ভারতীয় পার্টনার সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ট্রায়াল চালিয়ে যাচ্ছে। এই কারণে তাদের নোটিশ পাঠাল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)।
এর পরিপ্রেক্ষিতে নিজেদের বিবৃতিতে সিরাম ইন্সটিটিউট বুধবার লিখেছে, “আমরা ব্রিটিশ ট্রায়ালের বিষয়ে কোনও মন্তব্য করতে পারব না। পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। খুব শিগগিরই নতুন করে ট্রায়াল শুরু হবে আশা করা যায়। আর ভারতীয় ট্রায়ালে এখনও কোনও বাধার সম্মুখীন হতে হয়নি, ফলে এই ট্রায়াল চলবে।” সেরাম ইনস্টিটিউট জানায় যে ট্রায়াল বন্ধ রাখার কোনও নির্দেশিকা তাদের কাছে এসে পৌঁছয়নি। তবে পাশাপাশি ট্রায়াল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলে তাঁরা তা মেনে চলবেন বলে জানিয়েছেন আদর পুনাওয়ালা।
অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের পরীক্ষামূলক প্রয়োগ ইতিমধ্যেই ভারতে ১০০ জন স্বেচ্ছাসেবীর শরীরে হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই প্রতিষেধক তৈরি করছে অ্যাস্ট্রাজেনেকা। লন্ডনে এক স্বেচ্ছাসেবীর শরীরে অদ্ভুত কিছু নিউরোলজিক্যাল সমস্যা দেখা দিয়েছে বলে জানানো হয়েছে ওই সংস্থার পক্ষ থেকে। এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে বুধবার রাতে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) অ্যাস্ট্রোজেনেকাকে চিঠিও দেয়।