
বৃহস্পতিবার রাতে সেনার বিশেষ অভিযানে জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় ভারতীয় সেনার হাতে ধরা পড়ল জইশ-ই-মহম্মদের দুই জঙ্গি। দুই জঙ্গি একটি গাড়িতে করে যাচ্ছিল। দু-জনকে দেখে সন্দেহ হয়েছিল সেনার। তারা গাড়িটি থামিয়ে দেয়। তল্লাশি চালানোর সময় গাড়ি থেকে একটি একে-৪৭ রাইফেল ছাড়াও দু’টি গ্রেনেড, বিস্ফোরক, গোলাগুলি-সহ যুদ্ধ সরঞ্জামের মতো একাধিক জিনিস উদ্ধার হয়েছে। এ ছাড়াও ধৃতদের কাছ থেকে নগদ ৭ লক্ষ টাকা পাওয়া গেছে। দু-জনকে জেরা করে জইশ-যোগের কথা জানা যায়। গত মঙ্গলবারই গভীর রাতে কুলগাম জেলার জওহর টানেলের কাছে দুই সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। এক পুলিশ অফিসারের কথা, “আগে থেকেই আমাদের কাছে খবর ছিল। সেই কথামতো জম্মু থেকে একটি অস্ত্র-বোঝাই ট্রাক ওই টানেলের দিকে আসে। গাড়িটির নম্বর JK22B-1737, যেটি জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল।” আবার বৃহস্পতিবার ধরা পড়ল অস্ত্র সহ দুই জঙ্গি।