
১) আজ প্রকাশিত হতে চলেছে জয়েন্ট এনট্রান্স এগজামিনেশন মেইন (JEE)। শুক্রবারই JEE Main 2020-র ফল প্রকাশ করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA। JEE Main পরীক্ষা বছরে দু-বার করে হয়। এই বছর জানুয়ারি মাসে প্রথম পরীক্ষাটি হয়ে গিয়েছে। দ্বিতীয় পরীক্ষা এপ্রিল মাসে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা আবহে পরীক্ষা পিছিয়ে ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে নেওয়া হয়েছিল। সরকারি হিসেব অনুযায়ী, এই পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ৮.৫৮ লাখ পরিক্ষার্থী। কিন্তু করোনা অতিমারী এবং দেশের বিভিন্ন জায়গায় বন্যার কারণে ৬.৩৫ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেন।
২) কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা ও খাদ্য সরবরাহ মন্ত্রী রাম বিলাস পাসোয়ানকে হাসপাতালে ভর্তি করা হল। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিজেই জানিয়েছেন তিনি। আগেই তাঁর শরীর খারাপ হয়েছিল। দেশের মানুষের কথা ভেবে হাসপাতালে ভর্তি না হয়ে কাজ করছিলেন। কিন্তু শরীরের অবস্থার অবনতি হওয়ায় তাঁর ছেলে চিরাগের পরামর্শে এবারে হাসপাতালে ভর্তি হলেন বলে জানিয়েছেন মন্ত্রী।
৩) পূর্ব লাদাখের বেশ কয়েকটি পয়েন্টে অতিরিক্ত সেনা পাঠিয়ে সীমান্ত সুরক্ষা আরও জোরদার করার পথে এগিয়ে যাচ্ছে ভারত। প্যাংগং লেকের চারপাশে বেশ কয়েকটি পয়েন্টে সেনার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বলেও খবর। ‘ফিঙ্গার ফোর’, পেগং লেকের পাশে, যেখানে সেনার গতিবিধির দিক থেকে সেরা পয়েন্ট বলে ধরা হয় সেখান থেকে চিনা সেনার দিকে নজর রাখবে ভারত এবার থেকে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে প্যাংগং লেক বরাবর ফিংগার পয়েন্টগুলিতে সেনা সমাবেশ বাড়াতে বাধ্য হল ভারত। এর ফলে চিনা সেনা ভারতের দিকে এগোতে সাহস পাবেনা।