
মোট সুস্থতার সংখ্যার নিরিখে ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বের মধ্যে শীর্ষ স্থানে উঠে এল ভারত। মঙ্গলবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৮,৫৯,৪০০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৯,২৯২ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৭৮.২৮%। জনস হপকিংস বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ব্রাজিলে মোট করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৭,২৩,২০৬ জন এবং তৃতীয় স্থানে থাকা আমেরিকায় সুস্থ হয়েছেন ২৪,৫১,৪০৬ জন। সোমবার রাতেই মোট সুস্থতার সংখ্যার নিরিখে শীর্ষে থাকা ব্রাজিলকেও টপকে যায় ভারত। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ! এ দিন আরও একটি ইতিবাচক দিক তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তাঁর দাবি, সরকার ঠিক সময়ে দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল বলেই ১৪-২৯ লক্ষ মানুষকে করোনা সংক্রমণ থেকে বাঁচানো গিয়েছে, প্রাণ বেঁচেছে ৩৭-৩৮ হাজার মানুষের।