
মুখ্যমন্ত্রী মহালয়ার দিন প্রতিশ্রুতি দিলেন, দুর্গাপুজোর আনন্দ থেকে কোনও রাজ্যবাসী বঞ্চিত হবেন না। উল্লেখ্য, আজ বিশ্বকর্মা পুজো তথা মহালয়া একদিনে পড়েছে, সাধারণত এমনটা হয়না। অন্যান্যবার মহালয়ার ছয়দিন পরই পুজো চলে আসে, কিন্তু এবারে সেটা হচ্ছেনা। তবে পুজোর আমেজ এসে গেছে তাতে সন্দেহ নেই। কিন্তু এ বছর করোনা পরিস্থিতির কারণে আকাশে-বাতাসে যেন আনন্দের বদলে জায়গা করে নিয়েছে এক অজানা আতঙ্ক। তার সঙ্গে সামিল হয়েছিল এক ফেক হোয়াটসঅ্যাপ মেসেজ। যার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী করা ভাষায় আক্রমণ করেছিলেন। তবে আজ এবারের দুর্গাপুজোর আনন্দ উদযাপন নিয়ে রীতিমতো প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী।