
এমন একটি রিয়েলিটি শো আসতে চলেছে যেখানে জিতলে প্রতিযোগী ১০ দিনের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকার সুযোগ পাবেন। এই প্রতিযোগিতায় যিনি জিতবেন তাঁকে ‘স্পেস হিরো’ তকমা দেওয়া হবে এবং আন্তর্জাতিক স্পেস স্টেশনে ১০ দিন কাটানোর সুযোগ পাবেন তিনি। বৃহস্পতিবার একটি প্রেস রিলিজ করে জানিয়েছে ‘স্পেস হিরো’ নামক প্রোডাকশন কোম্পানি। পৃথিবীতে এর থেকে বড় পুরস্কার কোথাও কখনোও দেওয়া হয়নি বলে দাবি করেছে প্রোডাকশন কোম্পানি। ২০২৩-এ এই প্রতিযোগিতার বিজয়ীকে পৃথিবীর কক্ষপথে লঞ্চ করা হবে। প্রোডাকশন কোম্পানি জানিয়েছে যে তাদের টিম এখন এই প্রতিযোগিতার জন্য কোনও গ্লোবাল ব্র্যান্ড এবং প্রাথমিক ডিস্ট্রিবিউশন পার্টনারের খোঁজ করছে। তবে ভেতরের কোনও খবর সম্বন্ধে কিছুই জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে।
এই প্রতিযোগিতায় পুরস্কারের মূল্য হবে ৬৫ মিলিয়ন ডলারের সমান। প্রোপাগেট, টেক্সাসের স্টার্টআপ অ্যাক্সিওম স্পেস সঙ্গে একযোগে কাজ করছে। মহাকাশে কয়েক দিন কাটানোর জন্য সবরকম প্রশিক্ষণ জয়ী প্রতিযোগীকে দেওয়া হবে বলে জানিয়েছে অ্যাক্সিওম।