
ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে এই প্রথম পোস্টিং হল দুই মহিলা অফিসারের। নেভি ওয়ারশিপের ক্রিউ হিসেবে যোগদান করবেন সাব-লেফটেন্যান্ট কুমুদিনী ত্যাগী এবং সাব-লেফটেন্যান্ট রীতি সিং। এতদিন বিভিন্ন কারণে মহিলাদের যুদ্ধজাহাজে বেশি সময়ের জন্য পোস্টিং দেওয়া হত না। নৌবাহিনীর মাল্টি-রোল হেলিকপ্টার অপারেট করার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কুমুদিনী ত্যাগী এবং রীতি সিংকে। আশা করা হচ্ছে খুব শিগগিরই এই দুই তরুণী অফিসারকে নৌবাহিনীর এমএইচ-৬০ আর হেলিকপ্টার ওড়াতে দেখা যাবে। এর পাশাপাশি ভারতীয় বায়ুসেনাও রাফাল যুদ্ধ বিমান ওড়ানোর জন্য যে পাইলটদের তালিকা চূড়ান্ত করেছে, তার মধ্যে এক মহিলারও নাম রেখেছে।