
আইপিএল-এর রঙে রেঙে উঠল এবার বুর্জ খলিফা। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্সের রঙে সেজে উঠল দুবাইয়ে বিশ্বের উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফা। কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে কেকেআর-এর রঙে সেজে ওঠা বুর্জ খলিফার ছবি ট্যুইট করা হয়। বুধবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি খেলবে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ানস। ২০১৯-এর আইপিএল-র পঞ্চম স্থানে শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স।তবে এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড খুব একটা ভালো নয়। মোট ২৫ বার মুখোমুখি হয়েছে এই দুই দল, তার মধ্যে ১৯ বারই জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স।