
বুধবার উত্তরবঙ্গের দ্বিতীয় প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন, ‘বাংলায় মানসিক সন্ত্রাস চালানো হচ্ছে। টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করছে। মিথ্যা কথা লিখে দাঙ্গা ছড়িয়ে দিচ্ছে।’ তিনি যে বিজেপি কেই নিশানা করছেন, তা তাঁর বলার ধরনেই প্রকাশ পেয়েছে। হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অশান্তি ছড়ানো হচ্ছে, তা রুখতে প্রশাসনিক কর্তাদেরও সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কোনও ভুয়ো খবর রটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। নইলে বড় ঘটনা ঘটে যেতে পারে। আইসি’রা খেয়াল রাখুন সবসময়।’ উল্লেখ্য, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং উস্কানি রুখতে ব্লক পিছু দু’জন করে কর্মী নিয়োগ করা উচিত বলে ভাবী মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সরকারি উন্নয়নকে প্রচারে আনার জন্য পরিকল্পনা তৈরি করতে।