
সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ১০ তারিখ শিয়ালদহ মেট্রো স্টেশনে এসে পৌঁছবে টানেল বোরিং মেশিন ‘উর্বি’। মেট্রো প্রকল্পের কাজ চলছে জোরকদমে। অন্যদিকে, টানেল বোরিং মেশিন ‘চান্ডি’ যেখানে আটকে আছে, সেখান থেকে তাকে তুলে ফেলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বানানো হচ্ছে একটি বিশাল বড় চৌবাচ্চা। লোহার দেওয়াল বানানো হচ্ছে সেখানে। সেখান থেকেই খন্ড খন্ড করে টানেল বোরিং মেশিন চান্ডিকে তুলে ফেলা হবে। তবে শিয়ালদহ পৌঁছলেই তার কাজ শেষ নয়। ‘উর্বি’ ফের মুখ ঘুরিয়ে রওনা দেবে উল্টো মুখে। জোড়া সুড়ঙ্গ না হলে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের এই গুরুত্বপূর্ণ অংশের কাজ সম্পূর্ণ হবে না, কাজেই ‘উর্বি’ এসে পৌঁছনোর পরে, তার মুখ ঘুরিয়ে ফের পাঠানো হবে বউবাজারের দিকে। শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে ‘উর্বি’র দুরত্ব এখন মাত্র ১৩০ মিটারের কাছাকাছি। সে দিন পিছু গড়ে ১৫ মিটার করে এগোচ্ছে। যদিও এই গতি নিয়ে খুশি কলকাতা মেট্রো রেলওয়ে করপোরেশন লিমিটেডের ইঞ্জিনিয়াররা।