
রাজ্যের তফশিলি জাতি-উপজাতির পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের তরফে লোনের ব্যবস্থার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সোমবার কৃতি ছাত্রছাত্রীদের ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানান। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংবর্ধনা অনুষ্ঠানে স্পষ্ট করে বলে দিলেন তিনি নয়া শিক্ষানীতি মানেন না। তিনি বলেন, নতুন শিক্ষানীতিতে কেন্দ্র মেধাতালিকাকেই বাদ দিয়ে দিচ্ছে। এটা ঠিক নয়। তাঁর কথায়, ‘মেধাতালিকা যদি না থাকে, তাহলে কেউ নিজেদের ফলাফল নিয়ে গর্ববোধ করবে কীভাবে?
এর পাশাপাশি তিনি এও জানান, উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি কোনও পড়ুয়ার কোনও সমস্যা হয়, তারা অবশ্যই যেন স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। তারা সব রকম সাহায্য পাবে। তিনি বলেন, ‘আমাদের রাজ্যের এসসি-এসটি ছেলেমেয়েরা পড়াশোনার জন্য ১০ লাখ টাকা এডুকেশন লোন নিতে পারবে। সেটাও খুব কম সুদে।’ সেইসঙ্গেই তিনি জানান, বাইরে পড়তে গেলে ২০ লাখ টাকা ঋণ পাবে ছাত্রছাত্রীরা।