
৭২ ঘন্টায় বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল অটল টানেলে মৃত্যু হল তিনজনের। টানেলের উদ্বোধন হয়েছে গত ৩ সেপ্টেম্বর। ইতিমধ্যেই প্রায় হাজারখানেক পর্যটক তথা বাইক আরোহী ওই টানেলের মধ্যে দিয়ে যাতায়াত করেছেন। বর্ডার রোড অর্গ্যানাইজেশন ও জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এঁদের মধ্যে অনেকেই তীব্রগতিতে প্রতিযোগীতা করে নিজেদের কৃতিত্ব ফলানোর চেষ্টা করেছেন। তার ফলস্বরুপই এই মর্মান্তিক মৃত্যু। টানেলের সিসিটিভি ক্যামেরাতে দেখা গেছে গতির লড়াইয়ের ঘটনা। সেখানে দেখা গিয়েছে, কয়েকজন পর্যটক তীব্র গতিতে ছোটা বাইকে সেলফি তুলছেন। টানেলের ভিতর কেউই ট্রাফিক নিয়ম মেনে চলছেন না। বিআরও দফতর সূত্রে জানা গিয়েছে, টানেলের ভিতর দুর্ঘটনা এড়াতে সেখানে ডোপলার র্যাডার বসানো হবে। শুধু তাই নয়, বর্তমানে প্রতিদিন ২ ঘন্টা করে খোলা থাকবে এই দীর্ঘতম টানেল। টানেলের দেখাশোনার জন্য সকাল ৯টা থেকে ১০টা ও দুপুর ৪টে থেকে ৫টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।