
এদিনের প্রশাসনিক বৈঠক থেকে জঙ্গলমহলের আদিবাসীদের জন্য বড় ঘোষণা করলেন মমতা। মুখ্যমন্ত্রী জানালেন, হাতির হানায় কেউ মারা গেলে সেই ব্যক্তির পরিবারের এক জনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। এদিনই হাতির হামলায় মৃত ওই জেলার একজনের পরিবারের সদস্যের হাতে চাকরির নিয়োগপত্রও তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিন ‘কর্ণগড় মন্দিরের সংস্কারের জন্য ১ কোটি টাকা ও খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেন্দ্র যদি পশ্চিমবঙ্গে আয়ুষ্মান প্রকল্প রূপায়ন করতে চায়৷ তাতে আমার কোনও আপত্তি নেই ৷ তবে সেক্ষেত্রে প্রকল্পে কেন্দ্র ১০০% দিলে তবেই আপত্তি নেই মুখ্যমন্ত্রীর তাও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর এদিন ঘোষণা করলেন, তফশিলিদের কেউ ৬০ বছর হলেই পেনশন পাবেন। আজ, মঙ্গলবার খড়্গপুরের প্রশাসনিক বৈঠক শেষ করে ঝাড়গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামিকাল, ৭ তারিখ প্রশাসনিক বৈঠক শেষ করে ঝাড়গ্রামেই থাকবেন তিনি। ঝাড়গ্রাম থেকে কলকাতা রওনা দেবেন ৮ তারিখ বৃহস্পতিবার৷