
পদার্থবিদ্যায় চলতি বছরের নোবেলপ্রাপকদের নাম ঘোষিত হল। এবছর এই বিভাগেও নোবেল পেলেন তিনজন। মার্কিন বিজ্ঞানী আন্দ্রেয়া ঘেজ, ব্রিটেনের রজার পেনরোজ ও জার্মান রেনহার্ড গেঞ্জেল- যৌথভাবে এই সম্মান পেলেন। মঙ্গলবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স জানিয়ে দিল কৃষ্ণগহ্বর গবেষণায় যুগান্তকারী সাফল্যের জন্য এঁনারা নোবেল পাচ্ছেন। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে তাঁদের আনুষ্ঠানিক ভাবে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে প্রাপ্য ১ কোটি সুইডিশ ক্রোনার এই তিন বিজ্ঞানীর মধ্যে ভাগ করে দেওয়া হবে।
নোবেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের ভবিষ্যদ্বাণী বলিষ্ঠকরণে ব্যাকহোল অবিষ্কারের জন্য রজার পেনরোজকে নোবেল প্রাইজের অর্ধেক মূল্য দেওয়া হবে। অন্যদিকে, বিশাল মহাকাশে ছায়াপথের কেন্দ্রে সুপারম্যাসিভ কমপ্যাক্ট অবজেক্টের আবিষ্কারের জন্য অপর দুই বিজ্ঞানীকে যৌথভাবে পুরস্কারের অর্ধেক দেওয়া হবে।