
৪) ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার এবং মধ্যশিক্ষা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি কার্তিক চন্দ্র মান্না সম্প্রতি স্কুল শিক্ষা সচিবের সঙ্গে একটি বৈঠক করেন মাধ্যমিক পরীক্ষা কবে নেওয়া যেতে পারে এবং তার সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষা দফতর সূত্রে খবর। রাজ্যে বিধানসভা ভোটে রয়েছে। সে ক্ষেত্রে যদি ভোট এপ্রিল-মে মাসে হয় তাহলে বিধানসভা ভোটের পরেই রাজ্যে মাধ্যমিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা বলে মনে করা হচ্ছে।
৫) ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলেও দেখা দিয়েছে ভয়ঙ্কর বন্যা। ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চল ও ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছিল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অ্যালেক্স’। আর সেই ঘূর্ণিঝড় কাটতেই দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। ‘অ্যালেক্স’-এর ফলেই ফ্রান্সের নিস এলাকা রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়েছে। ইদানীং কালের মধ্যে সবচেয়ে ভয়ংকর বন্যা বলে দাবি করেছেন নিসের মেয়র। ফ্রান্স ইতিমধ্যেই নেমেছে সেনাবাহিনী। জরুরি পরিষেবা পাঠিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ কাতে। বন্যা ও ভূমিধসে ফ্রান্সের নিস শহরের বেশ কয়েকটি গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিসের রাস্তা-ঘাট, সেতু ও বহু বাড়িঘর নষ্ট হয়ে গিয়েছে। ইতালির সেসিয়া নদীর উপরে নির্মিত একটি সেতুর অংশবিশেষ ভেঙে পড়েছে। শুধু তাই নয়, জলের তোড়ে কবরস্থান থেকে দেহ ভেসে যাওয়ার মতো ঘটনাও ঘটছে।