
যে গতিতে ভ্যাকসিন আবিষ্কারের কাজ এগোচ্ছে, তাতে চলতি বছরের শেষেই তৈরি হয়ে যেতে পারে টিকা এমনটাই জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর ট্রেডস অধানম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালনায় এই মুহূর্তে ন’টি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। উল্লেখ্য, করোনাভাইরাস অতিমারির আকার নেওয়ার পর থেকেই বেশ কয়েকটি দেশ ভ্যাকসিন নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। ব্রিটেন থেকে আমেরিকা, রাশিয়া থেকে ইজরায়েল, চিন থেকে ভারত– নিবিড় গবেষণার মধ্যে দিয়ে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করে যাচ্ছেন বিজ্ঞানীরা। ২০২১ সালের মধ্যে ভ্যাকসিনের প্রায় ২০০ কোটি ডোজ তৈরির লক্ষ্য নিয়েছে হু। গোটা বিশ্বে এই ডোজ ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।